Home জাতীয় সংসদে রেজাউল করিম বাবলু’র সংবিধান বিরোধী বক্তব্যের নিন্দা জানিয়েছেন নারী জোট

সংসদে রেজাউল করিম বাবলু’র সংবিধান বিরোধী বক্তব্যের নিন্দা জানিয়েছেন নারী জোট

65

ডেস্ক রিপোর্ট: জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা আজ রবিবার এক বিবৃতিতে জাতীয় সংসদে রেজাউল করিম বাবলু এমপি প্রদত্ত ‘চাকরিজীবী ছেলে বা মেয়ে একে-অপরে কোনো চাকরিজীবীকে বিয়ে করতে পারবেন না’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন। তিনি বলেন, একজন সংসদ সদস্যের দায়িত্ব সংবিধান সমন্নত রাখা সেখানে রেজাউল করিম এমপি ‘চাকরিজীবী ছেলে বা মেয়ে একে-অপরে কোনো চাকরিজীবীকে বিয়ে করতে পারবেন না’ আইন করার বক্তব্য দিয়ে দেশের সংবিধান ও মৌলিক অধিকারের বিপক্ষে দাড়িয়েছেন। নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা সংবিধান ও মৌলিক অধিকার বিরোধী এই সংসদ সদস্যের বক্তব্য এক্সপাঞ্জ ও তাকে সংসদ থেকে বহিস্কার করার জন্য মাননীয় স্পীকারের প্রতি দাবি জানান।