ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে মঙ্গলবার গভীর রাতে তার দ্বীপ রাষ্ট্রে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করেছেন। ২২৭৪/১০ নম্বরের একটি গেজেট বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি বলেছেন যে তিনি জরুরি শাসন অধ্যাদেশ প্রত্যাহার করেছেন যা নিরাপত্তা বাহিনীকে দেশে যে কোনও অশান্তি রোধ করার জন্য ব্যাপক ক্ষমতা দিয়েছিল।
রাষ্ট্রপতি রাজাপাকসে গত ১ এপ্রিল দেশের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদের মধ্যে ওই জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। হাজার হাজার মানুষ রাষ্ট্রপতির বাসভবনের বাইরে জড়ো হয়ে তার পদত্যাগ দাবি ও বিক্ষোভ করেন।
দেশটির সরকার দ্বীপ জুড়ে কারফিউ জারি করে। কারফিউ এবং জরুরি অবস্থা সত্ত্বেও ক্ষমতাসীন দলের সিনিয়র নেতাদের বাড়িঘর ঘিরে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ জানাতে থাকে।
শ্রীলঙ্কায় ক্ষমতাসীন জোট ২২৫ সদস্যের সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং অন্তত ৪০ জনেরও বেশি এমপি ক্ষমতাসীন জোট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।-আমাদের সময়.কম