Home সাহিত্য ও বিনোদন চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান আর নেই

চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান আর নেই

72

ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই।বুধবার সন্ধ্যায় রাজধানীতে নিজ বাসায় ৬৪ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
তার গভীর শোক ও দু:খপ্রকাশ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোহানের মৃত্যু সংবাদে শোকাহত কানাডা সফররত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় সাংস্কৃতিক জোটের সভাপতি ধীমন বড়ুয়া এবং সাধারণ সম্পাদক হুয়ায়ূন কবীর মিজি যুক্তবিবৃতিতে জানান, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুতে দেশের চলচ্চিত্র জগতে এক শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হওয়ার নয়।
বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান। তার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, শাকিব খান, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।

শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এরপর ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে তুমুল জনপ্রিয়তা পান এ গুণী নির্মাতা।