Home জাতীয় শ্রমিক নেতা বাবুলসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

শ্রমিক নেতা বাবুলসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

37

স্টাফ রিপোটার: গার্মেন্ট শ্রমিকের নিন্মতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে আন্দোলনরত সংগঠনসমূহের জোট মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন-এর সমাবেশ থেকে শ্রমিক ও নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার, গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ কারাবন্দি শ্রমিকদের মুক্তি ও ঘোষিত খসড়া মজুরি কাঠামো পুনর্বিবেচনা করে ২৫ হাজার টাকা নিন্মতম মজুরি ঘোষণার দাবি জানানো হয়েছে।
আজ ১৭ নভেম্বর ২০২৩, শুক্রবার, বেলা সাড়ে ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন-এর সমন্বয়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাদেকুর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, গার্মেন্ট শ্রমিক সংহতির সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্ট শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন দমনে সরকার শক্তি প্রয়োগের পথ গ্রহণ করে বিপুল সংখ্যক শ্রমিককে ইতোমধ্যে গ্রেফতার করেছে। গত ১৪ নভেম্বর রাতে শ্রমিকনেতা বাবুল হোসেনকে উঠিয়ে নেয়া হয়। পরদিন দুপুরে জানা যায় তাকে গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় গাজীপুরের বাসন থানায় গ্রেফতার করা হয়েছে। বাবুল হোসেনকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ।