Home শোক ও স্মরণ জামালপুরে শিল্পীসংগ্রামী ও সুরকার স্বপন রহমানের স্বরণসভা

জামালপুরে শিল্পীসংগ্রামী ও সুরকার স্বপন রহমানের স্বরণসভা

38

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের উদ্যোগে উদীচী জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য, সুরকার ও গীতিকার স্বপন রহমানের স্বরণসভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) উদীচী জেলা সংসদ কার্যালয়ে বিকেল ৪ টায় স্বপন রহমানের প্রতিচ্ছবির সামনে ‘প্রদীপ প্রজ্জলন’ ও ‘আগুনের পরশমণি ছোয়াও প্রানে’ গানের মধ্য দিয়ে স্বরণসভা শুরু হয়।

এরপর আলোচনা সভায় স্বপন রহমানকে স্বরণ করে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এড. মু. বাকী বিল্লাহ,উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাচিকশিল্পী বেলায়েত হোসেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সবেক সভাপতি কবি ও গীতিকার আলী আক্কাস,সচেতন নাগরিক কমিটি(সনাক) অজয় পাল বাবু, জামালপুর উদীচীর উপদেষ্টা ও মাদারগঞ্জ মির্জা আজম কলেজের অধ্যাক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তা, সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম,নাট্যসংগঠক ও বন্ধু মোহাব্বত আলী ফকির,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি লিটন তরফদার,শেরপুর উদীচী সভাপতি কেন্দ্রীয় সদস্য তপন সরোয়ার,সহ-সভাপতি আবু হান্নান,ময়মনসিংহ সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সদস্য অধ্যাপক তারিকুল ফেরদৌস,নাট্যনীড়ের সাধারন সম্পাদক সাগর মূখার্জী,নবাঙ্কুরের সভাপতি তুষার মল্লিক,মণিমেলা খেলাঘর আসরের সহ-সভাপতি মাহবুব আলম লাভলু প্রমূখ।

স্বপন রহমানকে নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন সৈয়দ তানভীর আহমেদ,কবি ও সাংবাদিক সাযযাদ আনসারী। শোকসংগীত পরিবেশ করেন উদীচী জেলা সংসদের সংগীত শিল্পীরা।

স্বপন রহমান ছাত্রজীবনে ছাত্র ইউনিয়ন করেছেন এবং পরবর্তীতে ন্যাপের ছাত্র সংগঠন গড়ে উঠলে জেলা ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হন। কমিউনিস্ট পার্টির গ্রুপ সদস্য হয়ে কাজ করেছেন দীর্ঘসময়। তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর তালিকাভূক্ত গীতিকার ও সুরকার এবং জামালপুর জেলা উদীচীর সহ-সভাপতি ছিলেন।

গত ৩ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে শিল্পী সংগ্রামী স্বপন রহমান মৃত্যুবরণ করেন।