Home জাতীয় শ্রমিক জেসমিন, হাসান ও রাশেদুল হত্যার ক্ষতিপূরণ দাবি

শ্রমিক জেসমিন, হাসান ও রাশেদুল হত্যার ক্ষতিপূরণ দাবি

58

ডেস্ক রিপোর্ট: সাভার ইপিজেডে শ্রমিক জেসমিন হত্যা ও আশুলিয়ায় বয়লার বিস্ফোরনে ৫ জন অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত ও দু’জন শ্রমিক হাসান ও রাশেদুল হত্যার প্রতিবাদে আজ বিকেল ৪টায় বিক্ষোভ সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়কারী শহীদুল ইসলাম সবুজ, বক্তব্য রাখেন অধিকার আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম শ্রমিক নেতা এ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আকতার লিমা, শামীম ইমাম, প্রকাশ দত্ত, এএএম ফায়েজ হোসেন, সীমা দত্ত প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা গত ১৩ জুন ২০২১ সাভার ইপিজেডে নেলী ফ্যাশনের আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশী নির্যাতন এবং গুলি চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।