Home জাতীয় ঝিনাইগাতীতে ভূমিদস্যুদের কবলে পড়ে সর্বশান্ত হতে বসেছে জমির মালিক রায়হানা বেগম

ঝিনাইগাতীতে ভূমিদস্যুদের কবলে পড়ে সর্বশান্ত হতে বসেছে জমির মালিক রায়হানা বেগম

65

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের কবলে পড়ে সর্বশান্ত হতে বসেছে জমির মালিক রায়হানা বেগম। পারিবারিক বন্টনমূলে ৩ পুরুষের রেকর্ডকৃত খতিয়ান নং- ৫০৯, মৌজা- বাদে চল্লিশ কাহনিয়া (শফিউদ্দিন কলেজ সংলগ্ন ঝিনাইগাতী) ২৮৯ দাগে কান্দা মধ্যাংশে পৈত্রিক ওয়ারিশ ১৩ শতাংশ ও ১ ভাইয়ের কাছ থেকে ক্রয়সূত্রে ৩৭ শতাংশ একত্রে ৫০ শতক জমি খাজনা খারিজ করে আবাদি জমিসহ ২০ বছরের অধিক কাল সময় বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছেন রায়হানা বেগম। এর মাঝে ১ বোন (ফিরোজা বেগম) এই জমির উপর একটি অতিরিক্ত দলিল ও খাজনা-খারিজ করে জমি দাবির কারণে ওয়ারিশানগণ সহকারী কমিশনার (ভূমি) ঝিনাইগাতী বরাবরে অভিযোগ দিয়ে ভূমি পরিমাপে তার জমি না থাকায় তার নামজারি (হল্ডিং) বাতিল করা হয়। পরবর্তীতে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বরাবরে আপিল করেও তার ভূমি স্বত্ত্ব প্রমাণ করতে না পারায় আপিলটি খারিজ হয়ে যায়। এর পরও ওই জমি জবর দখলের পায়তারা করে আসছে প্রতিপক্ষ দল। কিন্তু রায়হানা বেগম ২০১১ ইং সালে আদালতে নিষেধাজ্ঞা মামলা করেন। যার ফলে ওই জমির উপর রায়হানা বেগমের পক্ষে আদালত দু-তরফা সূত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করে ২৬ জানুয়ারী ২০১৭ তে। রায়হানা বেগম ছাড়া ওই জমিতে অন্য কেউ প্রবেশ করতে পারবেনা। এদিকে, তৃতীয় পক্ষ সন্ত্রাসী, প্রতারক চক্রের কাছে বোন (ফিরোজা বেগম) আইনি প্রদক্ষেপ না নিয়ে কাগজ বিক্রি করে দেওয়ায় চক্রটি ওই জমিতে রায়ের পর চলমান ৬ বছরের মধ্যে ১০ আাগষ্ট ২০১৭ ইং তারিখে বসতবাড়ি উচ্ছেদ জবরদখলে পায়তারা করে এবং অদ্যাবধি চাষাবাদ সহ কোন প্রকার কাজ করতে দিচ্ছেনা। এতে নিঃস্ব অসহায় রায়হানা বেগম মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এ বিষয়ে রায়হানা বেগম সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছেন।