Home জাতীয় শুরু হয়েছে লালন স্বরণোৎসব

শুরু হয়েছে লালন স্বরণোৎসব

39

কুষ্টিয়া প্রতিনিধি: ফকির লালন সাইয়ের ১৩৩ তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আঁখড়া বাড়ীতে শুরু হয়েছে লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে স্বরণোৎসব। উৎসব চলবে আজ কাল ও পরশু। মাজার প্রাঙ্গনে এসে উপস্থিত হয়েছে ভক্ত সাধু, লালন অনুসারী, আর দর্শনার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় বাল্য সেবার মধ্যে দিয়ে শুরু হবে সাধু সঙ্গের আনুষ্ঠানিকতা। বধুবার দুপুরে পূর্ণসেবার মধ্যে দিয়ে সাধূ সঙ্গ শেষ হবে। লালন একাডেমির অনুষ্ঠান চলবে আগামী ১৯ অক্টোম্বর পর্যন্ত। এবারও সাংস্কৃতিক মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় লালন একাডেমি লালন স্মরনোৎসবের আয়োজন করেছে। আজ সন্ধ্যায় বাল্য সেবা দিয়ে শুরু করে আগামী কাল দুপুরে পূর্ণসেবার মধ্যদিয়ে শেষ হবে সাধুদের কার্যক্রম। সব লোকে কয়, লালন কি জাত সংসারে / লালন বলে জাতের কি রূপ, দেখলাম না তা-নজরে’। কেউ যদি তার স্বরূপকে চিনতে পারে, তবে জাত-কুলের বেড়াজাল তাকে আটকাতে পারে না। ফকির লালন সেই আধ্যাত্বপুরুষ যিনি এই বেড়াজাল থেকে বেরিয়ে মানবতার গান গেয়েছেন। সুরের সঙ্গে বসত করে বলেছেন অসাম্প্রদায়িকতার কথা। আজ মঙ্গলবার অসাম্প্রদায়িক চেতনার এই মহাপুরুষের ১৩৩ তম তিরোধান দিবস। ১২৯৭ বঙ্গাব্দে পহেলা কার্তিক চাদরমুড়ি দিয়ে গান শুনতে শুনতে নশ্বর এ পৃথিবী থেকে বিদায় নেন সাধু-ভক্তদের সাঁইজি। এই দিনটিই তিরোধান দিবস পালন করেন সাঁইজির ভক্তরা। লালনের এই উৎসবে অংশ নিতে দূর-দূরান্তের লালন ভক্তদের আগমনে এখন মুখরিত ছেঁউড়িয়া। আজ সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধক বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ। তিনদিন লালন মঞ্চে অনুষ্ঠিত হবে লালন সঙ্গীতানুষ্ঠান।এছাড়া রয়েছে গ্রামীণ মেলা। ইতোমধ্যে দেশের দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন মেলায়। বাল্য সেবা থেকে শুরু করে পরের দিন দুপুরে পূর্ণ সেবা পর্যন্ত বাউলেদের থাকা এবং খাদ্যের ব্যবস্থা করেছে কুষ্টিয়ার জেলা প্রশাসন।