Home রাজনীতি শহীদ ছাত্রনেতা শাজাহান সিরাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন

শহীদ ছাত্রনেতা শাজাহান সিরাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন

43

ডেস্ক রিপোর্ট: ছাত্র-শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে আজ ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে শহীদ শাজাহান সিরাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, কেন্দ্রীয় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ, জাতীয় যুব জোট, বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ)সহ বিভিন্ন সংগঠন শহীদ শাজাহান সিরাজের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেছে। মাল্যদান শেষে শহীদ শাজাহান সিরাজের সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কেন্দ্রীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা মোঃ আব্দুল ওয়াহেদ, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আশরাফুল হক ঝন্টু, জাসদের কেন্দ্রীয় নেতা এবিএম জাকিরুল হক টিটন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শহীদ আলমগীর, জাতীয় যুব জোটের সহ-সভাপতি আমিনুল আজিম বনী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, বাংলাদেশ ছাত্রলীগ (ননী-মাসুদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমূখ।

এখানে উল্লেখ্য, ১৯৮৪ সালে তৎকালীন এরশাদ সামরিক জান্তা বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের ধারায় কেন্দ্রীয় শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আহুত এবং তৎকালীন ১৫ দল, ৭ দল, ছাত্র সংগ্রাম পরিষদ, ১৭টি কৃষক-ক্ষেত মজুর সংগঠন সমর্থিত ৪৮ ঘন্টার রেলপথ-রাজপথ অবরোধ কর্মসূচির প্রথম দিনে ২২ ডিসেম্বর সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশন এলাকায় পিকেটিং করার সময় তৎকালীন বিডিআর বাহিনীর লক্ষ্যভেদী গুলিতে জাসদ সমর্থিত ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির তৎকলীন সাধারণ সম্পাদক শহীদ শাজাহান সিরাজ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

বিশ্বের শ্রমিক আন্দোলনের ইতিহাসে একজন ছাত্রের বীরোচিত আত্মবলিদানের বিরল এই ঘটনার স্মরণে ১৯৮৫ সাল থেকে দেশের প্রগতিশীল ছাত্র, শ্রমিক ও রাজনৈতিক দল সমূহ ২২ ডিসেম্বর ছাত্র-শ্রমিক সংহতি দিবস পালন করে আসছে।