Home জাতীয় আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়েছে মহিলা ফোরাম

আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়েছে মহিলা ফোরাম

31

ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে তালেবানগোষ্ঠি নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক এডভোকেট দিলরুবা নূরী।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন গত বছর তালেবান ক্ষমতায় আসার পর থেকে নারী শিক্ষাকে ক্রমাগত সংকুচিত করার পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিক এই ঘোষণার মধ্য দিয়ে উচ্চ শিক্ষায় নারীর প্রবেশাধিকার আরও খর্ব করা হল। দেশটিতে ইতিমধ্যে বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয় থেকে নারী শিক্ষার্থীরা বাদ পড়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন, ‘ধর্মভিত্তিক মৌলবাদী চিন্তার প্রসারে সে দেশের নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নারীর শিক্ষা, স্বাধীনভাবে চলাফেরা, মতামত প্রকাশ বাধাগ্রস্ত হয়, ভূলুণ্ঠিত হয় নারীর অধিকার ও মর্যাদা। আফগানিস্তানে তালেবান সরকারও একই পথেই হাঁটছে। আবার এই নারীরাই তাদের অধিকার আদায়ের লড়াই কতখানি দৃঢ়তার সাথে করতে পারে তার প্রমাণ ইরানের বীর নারীরা দেখিয়েছে।’
অনতিবিলম্বে তালেবান সরকারের এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানায় নেতৃবৃন্দ।