Home জাতীয় বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণের দাবিতে প্রতিবাদ সমাবেশ

বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণের দাবিতে প্রতিবাদ সমাবেশ

61

ডেস্ক রিপোর্ট: আজ ০৪ ডিসেম্বর রবিবার বিকাল ৪:৩০ টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের শহীদ বেদিতে ১৮৫৭ সালের ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী প্রথম স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতি বিজড়িত এবং জগন্নাথ বিশ^বিদ্যালয়, কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দি কলেজসহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ পুরান ঢাকার মানুষের অবসর বিনোদন, অক্সিজেন গ্রহণ ও প্রাতঃভ্রমণ, সাংস্কৃতিক কর্মকান্ডে একমাত্র স্থান ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক-এর অভ্যন্তরে স্থাপনা নির্মাণ, গ্যাসের আগুন জ্বালিয়ে রেস্তোরাঁ চালু করার ফলে গাছ ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস এবং হাঁটাহাঁটি পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদে এবং এ ধরনের অবিবেচনা প্রসূত, অযৌক্তিক, অপরিণামদর্শী ও গণবিরোধী সিদ্ধান্ত বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ। সমাবেশে সভাপতিত্ব করেন ঐতিহাসিক বাহাদুর শাহ্ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান ও পরিচালনা করেন সদস্য সচিব আক্তারুজ্জামান খান। বক্তব্য রাখেন বাহাদুর শাহ্ পার্ক সান্ধ্য ভ্রমণকারী সমিতির উপদেষ্টা এ কে রিয়াজউদ্দীন, মোঃ কামাল হোসেন, বাহাদুর শাহ্ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আব্দুল সাত্তার, আনোয়ার হোসেন, মোঃ মীরুজ্জামান খান মীরু, অন্যতম সদস্য মোঃ শাহ্ আলম ভূঁইয়া, বাহাদুর শাহ্ পার্ক প্রাতঃ ভ্রমণকারী সংঘের অন্যতম সদস্য কাজী খসরু, বাহাদুর শাহ্ পার্ক প্রাতঃ ভ্রমণকারী সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বাহাবাহাদুর শাহ্ পার্ক প্রাতঃ ভ্রমণকারী সংঘের অন্যতম সদস্য এডভোকেট ইলিয়াছ, বাহাদুর শাহ্ পার্ক সান্ধ্য ভ্রমণকারী সমিতির মহিলা সম্পাদিকা সামছুন নাহার, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাহাজানুর রহমান সাজু, কবি-গীতিকার-সুরকার-গণসঙ্গীত শিল্পী ঢালী মোহাম্মদ দেলোয়ার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রকাশ দত্ত, দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা আতিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি সোয়েবুর রহমান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরান ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিমের মাধ্যমে মেয়র মহোদয় বরাবর স্মারকলিপি প্রদান করে।