Home বাণিজ্য ও অর্থনীতি শত বছরের প্রাচীন অলংকার প্রদর্শনীতে অংশগ্রহণের আহবান

শত বছরের প্রাচীন অলংকার প্রদর্শনীতে অংশগ্রহণের আহবান

13

ডেস্ক রিপোর্ট: পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের আয়োজনে দেশীয় কারিগরদের হাতে তৈরি জুয়েলারী শিল্পের ঐতিহ্য ধরে রাখতে শত বছরের প্রাচীন অলংকারের প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। এই প্রদর্শনীতে দেশীয় জুয়েলারী শিল্পের সুনিপুন শৈল্পিকতা ও ঐতিহ্যকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করা হবে। দেশীয় অলংকার আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সৃষ্টি করবে।

এই অবস্থায় আপনার বা আপনার প্রতিষ্ঠানের কাছে শত বছরের প্রাচীন ঐতিহ্যবাহী গহনা সংগ্রহে থাকলে প্রদর্শনীতে প্রদর্শনের জন্য আগামী ২০ জানুয়ারি ২০২৪ এর মধ্যে বাজুস কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বাজুসের সোশ্যাল এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কর্মকর্তা জান্নাত ফারজানা, মোবাইল: ০১৩১৪৫৫৯৭৭৩ অথবা ০২৫৮১৫১০১২ সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে ।