Home সারাদেশ রেনেটা কোম্পানীর উদ্যোগে কলারোয়ায় প্রাণি চিকিৎসকদের দিনব্যাপী কর্মশালা

রেনেটা কোম্পানীর উদ্যোগে কলারোয়ায় প্রাণি চিকিৎসকদের দিনব্যাপী কর্মশালা

27

জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় প্রাণি চিকিৎসকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮অক্টোবর) সকালে রেনেটা কোম্পানীর উদ্যোগে কলারোয়া পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা প্রাণি চিকিৎসক সমিতির উপদেষ্টা আব্দুল ওহাব এর সভাপতিত্বে কর্মশালায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রাণি চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করেন-রেনেটা কোম্পানীর খুলনার ডেপুটি ম্যানেজার সেলন্স একেএম ফজলুল হক, কলারোয়া প্রাণীসম্পদ অফিসের ডা: অশোক কুমার, পিএম ডা: সঞ্জয় কুমার শীল, সাতক্ষীরা প্রতিনিধি মিজানুর রহমান, কলারোয়া উপজেলা প্রতিনিধি আজাদ খান, উপজেলা প্রাণি চিকিৎসক সমিতির সভাপতি ইউনুচ আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, পল্লী চিকিৎসক মাসুদ রানা সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ৪০জন পল্লী চিকিৎসকগণ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রাণি চিকিৎসককে বিনা মূল্যে একটি করে ব্যাগ ও প্যাড কলম দেয়া হয়।