ডেস্ক রিপোর্ট: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিবিসি বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাডজোর রাশিয়ায় ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের ওয়েবসাইটটির অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে বলেছেন, আমি মনে করি এটি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের তথ্য যুদ্ধের প্রতিশোধমূলক পদক্ষেপের সূচনা। এ ছাড়া বিবিসির রুশ ভাষার ওয়েবসাইটও বন্ধ করা হয়েছে।

বিবিসি একটি ভিডিও পোস্ট করে যাতে রাশিয়ানদের নির্দেশনা দেওয়া হয়েছে তারা কীভাবে অ্যাপ ও ভিপিএনের মাধ্যমে বিবিসির খবর দেখতে ও পড়তে পারবেন। ভিডিওতে বলা হয়েছে, আমরা রাশিয়া এবং বিশ্বকে ঘটনাগুলো দেখাতে থাকব।-আমাদের সময়.কম