Home সারাদেশ কলারোয়ায় জেন্ডার সমতা,সামাজিক অন্তভুক্তি বিষয়ে দিনব্যাপী কর্মশালা

কলারোয়ায় জেন্ডার সমতা,সামাজিক অন্তভুক্তি বিষয়ে দিনব্যাপী কর্মশালা

43

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় জেন্ডার সমতা এবং সামাজিক অন্তভুক্তি বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০নভেম্বর) সকাল থেকে ওই প্রশিক্ষণ কর্মশালা পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার
মনিরুজ্জামান বুলবুলের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উত্তরণের হিসাব রক্ষক কামরুন্ননেছা, প্রোগ্রাম অফিসার মৃত্যুঞ্জয় সাহা, শামীম, কলারোয়া পৌর সভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এসএম সোহরাওয়ার্দী হোসেন, পৌরসভার হিসাব সহকারী ইমরুল হোসেন, কার্য সহকারী ইমরান হোসেন, কাউন্সিলর ফারহানা হোসেন, দিতী বেগম, সন্ধ্যা রাণী বর্মণ, কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ, মেজবাহ উদ্দীন লিলু,আলফাজ উদ্দীন, আকিমুদ্দিন আকি, রফিকুল ইসলাম, এমপি প্রতিনিধি সন্তোষ কুমার পাল, রনজিৎ কুমার ঘোষ, লিয়াকত হোসেন, লিলি খাতুন প্রমুখ।