Home কৃষি রাণীশংকৈলে জিংক ধানের বীজ বিনামূল্যে বিতরণ

রাণীশংকৈলে জিংক ধানের বীজ বিনামূল্যে বিতরণ

88

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ জিংক ও আয়রন সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়ন ফেডারেশনে ১৮ ডিসেম্বর ১০০ জন কৃষক, কৃষাণীর মাঝে ব্রি ধান ৭৪, ব্রিধান ৮৪ ও বঙ্গবন্ধু ১০০ জাতের ভিত্তি ধানের বীজ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ফেডারেশন সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবুল কালাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আরডিআরএস বাংলাদেশের কমিউনিটি ডেভেলপমেন্ট ম‍্যানেজার শামিউল ইসলাম, সাংবাদিক একে আজাদ,শাখা ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন প্রমূখ। আর দি জেন্ডার আরডিআরএস এর আয়োজনে হারভেস্ট প্লাস এর বাস্তবায়ন প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংক এর গুরুত্ব, অভাবজনিত লক্ষণ, ব্রিধান ৭৪, ব্রিধান ৮৪ ও বঙ্গবন্ধু ১০০ জাতের ধানে জিংক এর পরিমাণ ও উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয় সম্পর্কে বক্তারা আলোচনা করেন। এই জাতের ধান বেশি করে উৎপাদন করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন বক্তারা।