Home সারাদেশ রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

রাজশাহীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

31

পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : রাজশাহী নগরীতে থেমে থাকা ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুড়ে গেছে ট্রাকের সামনের অংশ। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে। ট্রাকটি সোমবার অন্য এক যায়গা থেকে পণ্য নিয়ে এনে রাখা হয়। পণ্যগুলো নামিয়েও দেওয়া হয়। এরপর ভোরে আগুন দেওয়া হয়।

এই ট্রাকটির মালিক ছিলেন নগরীর কাজিহাটা এলাকার শফিকুজ্জামান শোভন। তিনি জানান,সোমবার অন্য একটি স্থান থেকে পণ্য নিয়ে এসে ট্রাক ফাঁকা করে সেখানে রেখে দেওয়া হয়। মঙ্গলবার ভোরে জানতে পারি ট্রাকটিতে আগুন দেওয়া হয়েছে। ছুটে এসে দেখি ট্রাকের কেবিনে আগুন লাগিয়ে দেওয়া হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের কর্মীরা ট্রাকটির আগুন নেভান। ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাওয়ার্দী বলেন,ট্রাকের মালিককে থানায় মামলা করতে বলা হয়েছে। তিনি মামলা করলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো। যারা আগুন লাগিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।