Home সারাদেশ ফুলতলায় জিপপী’র স্বরণ সভা

ফুলতলায় জিপপী’র স্বরণ সভা

48

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, প্রয়াত সরদার শাহাবুদ্দিন জিপপী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন নির্ভিক সৈনিক। আশির দশকে এসে তিনি আওয়ামী রাজনীতির সাথে যুক্ত হন এবং আমৃত্যু দলের উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তিনি প্রয়াত শাহাবুদ্দিন জিপপী’র আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আমাদের নেতা কর্মীদের সততা ও নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, দক্ষিণবঙ্গের উন্নয়নের রূপকার আওয়ামীলীগ সরকারের কল্যাণে দেশ আজ উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে পুণঃরায় আওয়ামীলীগ সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহবান জানান। রবিবার বিকাল ৩ টায় ফুলতলা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাজারের স্বাধীনতা চত্বরে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সরদার শাহাবুদ্দিন জিপপী’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, খুলনা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মকবুল হোসেন মিন্টু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিএমএ সালাম ও রফিকুর রহমান রিপন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালেদিন রশিদী সুকর্ণ, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, খুলনা জেলা আওয়ামীলীগ নেতা মোজাফ্ফর মোল্যা, মোঃ খায়রুল আলম, শিউলি সরোয়ার, জামিল খাঁন, আজগর বিশ্বাস তারা, অসিত বরণ বিশ্বাস, বিলকিস আক্তার ধারা, ফারজানা ফেরদৌস নিশা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, জেলা আওয়ামীলীগের সাবেক নেতা মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রিপন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ রওশন আলী, কামরুজ্জামান নান্নু, আলী আজম মোহন, ইসমাইল হোসেন বাবলু, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা মোল্যা রবিউল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা এসকে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, আওয়ামীলীগ নেত্রী বেগম শামসুন্নাহার, শাপলা সুলতানা লিলি, সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম কচি, এস কে মিজানুর রহমান, এস রবীন বসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন, সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি ফজলুল করিম।