Home সাহিত্য ও বিনোদন রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে ফুলতলার রবীন্দ্র কমপ্লেক্সে তিন দিনব্যাপী লোকমেলা শুরু

রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে ফুলতলার রবীন্দ্র কমপ্লেক্সে তিন দিনব্যাপী লোকমেলা শুরু

56

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদিহি গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। ফুলতলা বাজার থেকে এর দুরত্ব সাড়ে তিন কিলোমিটার। কবির ১৬১তম জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী ২৫ বৈশাখ থেকে বসবে ৩ দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলা।
প্রথম দিন ৮ মে লোকমেলা ও অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা ৫ আসনের সাংসদ নারায়ন চন্দ্র চন্দ এমপি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। প্রথম দিনে স্বাগত বক্তৃতা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। শুভেচ্ছা বক্তৃতা করবেন ই্উপি চেয়ারম্যান শখ আবুল বাশার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় দিন ৯ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিট্টন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম। সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। লোকমেলার শেষ দিন ১০ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মিজ আকতারী মমতাজ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক অধ্যাপক অসিত বরণ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারি আজম খান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, প্রতœতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। লোকমেলার পাশাপাশি প্রতিদিন সন্ধায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।