Home জাতীয় রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম আমাদের সত্যিকারের বাঙালী হতে অনুপ্রেরণা দেয়

রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম আমাদের সত্যিকারের বাঙালী হতে অনুপ্রেরণা দেয়

42

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, আজ ২৫ বৈশাখ। বিশ্ব্কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘হে নতুন’ গানের মাধ্যমে চির নতুনের মধ্য দিয়ে তার নিজের পৃথিবীতে আগমনের শুভক্ষণ তুলে ধরেছিলেন। বাঙালীর মানসপটে রবীন্দ্রনাথ ঠাকুর সদা বিরাজমান। তিনি আমাদের অহংকার। বাঙালীর জীবনের যত ভাবনা, বৈচিত্র তার পুরোটাই লেখনী, সুর আর কাব্যে তুলে ধরেছেন কবিগুরু। তার সাহিত্যকর্ম, সঙ্গীত, জীবন দর্শন, মানবতা, ভাবনা সবকিছুই সত্যিকারের বাঙালী হতে আমাদের অনুপ্রেরণা দেয়। গতকাল রবিবার বিকেল ৫ টায় বিশ্ব্কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্ম বার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদিহি গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ও রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি একথা বলেন।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সভায় মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকউল্লাহ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মুকুল কুমার মৈত্র, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ই্উপি চেয়ারম্যান শখ আবুল বাশার। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।