Home রাজনীতি যুব ইউনিয়নের নব নির্বাচিত কমিটির কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন

যুব ইউনিয়নের নব নির্বাচিত কমিটির কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন

25

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সম্মেলনের মাধ্যমে নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটি আজ বিকেল ৫ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীসহ ঢাকাস্থ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু। কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সভাপতি যুবনেতা খান আসাদুজ্জামান মাসুম তার বক্তিতায় বলেন- ‘ দ্বাদশ জাতীয় সম্মেলনের সম্মানীত কাউন্সিলগণ বর্তমান কমিটিকে যে দায়িত্ব দিয়েছেন অর্পিত দায়িত্ব পালনে আমরা সর্বোচ্চ চেস্টা করবো। একই সাথে যুব সমাজের অধিকার আদায়ে, কর্মসংস্থান আন্দোলনে, যুব সমাজের সংকট নিরসনে ও জাতীয় সংকট মোকাবেলাসহ সর্বপরি মুক্তিযুদ্ধের চেতনায় সমাজতান্ত্রিক সমাজ বাস্তবায়নে যুগপোযুগী যুব আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।’

ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাথে শুভেচ্ছা বিনিময় করেন নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটি। যুব নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা জননেতা শাহ আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জননেতা রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সহ সাধারণ সম্পাদক জননেতা মিহির ঘোষ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা জননেতা শাহ আলম যুব নেতাদের উদ্দেশে বলেন, ‘যুব শক্তির উদ্ভোধন ছাড়া জাতয়ি শক্তির উত্থান সম্ভব নয়। স্বাধীনতার সংগ্রাম থেকে সকল আন্দোলনে যুব শক্তির ভ’ািমকা ছিল অগ্রগণ্য। যে আদর্শ ধারণ করে আপনারা যুব আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন সেই আদর্শকে বাস্তবায়ন করতে নিজেদেরকে আত্মসমালোচনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজের কাজকে মূল্যায়ণ করতে হবে। আগামীর বৃহৎ লড়াইয়ের জন্য নিজেকে গড়ে তুলতে হবে। ’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জননেতা রুহিন হোসেন প্রিন্স যুব নেতাদের উদ্দেশে বলেন,
‘যুব আন্দোলনের ধারাবাহিক উতিহাসে যুব আন্দোলন গড়ে তুলতে নেপথ্যে থেকে আমরা লড়াই সংগ্রাম করেছি। যুব ইউনিয়ন চাকুরিতে ব্যাংক ড্রাফট প্রথা বাতিল, পদযাত্রার সূচনা এই যুব ইউনিয়নের মাধ্যমে সূচনা হয়েছিল। নাগরিক হিসেবে রাষ্ট্রের সকল সংকটে ভ’মিকা রাখার পাশাপাশি যুব সংগঠন হিসেবে যুব কর্মসংস্থানের আন্দোলন গড়ে তুলে তার নেতৃত্ব দৌয়াটা আরো জরুরি।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সহ সাধারণ সম্পাদক জননেতা মিহির ঘোষ যুব নেতাদের উদ্দেশে বলেন,
‘সাহসী যৌবনে সুন্দর আগামীর প্রত্যয়ে মুক্ত মানুষের মুক্ত সমাজ নিমার্নে যে আন্দোলন এ দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, যুব সমস্যা নিরসনে, যুব আন্দোলনে আপনারা সাহসী ভূমিকা রাখছেন। যুব আন্দোলনের পাশাপাশি মুক্ত মনের মুক্ত সমাজ নিমার্ণে গরীব-মেহনতী মানুষের লড়াই সংগ্রামে আপনাদের অংশগ্রহণ আরো দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।’