Home সারাদেশ মোংলা সরকারি কলেজের ৪২ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

মোংলা সরকারি কলেজের ৪২ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

202

মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুন্দরবন উপকূলীয় অঞ্চলের উচ্চ শিক্ষার বাতিঘর মোংলা সরকারি কলেজের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার সকাল ১১টায় মোংলা সরকারি কলেজের মূল ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাসে দীর্ঘদিন পর প্রাণ ফিরে পায় কলেজ ক্যাম্পাস।
মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য্য সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত বর্ণাঢ্য এ র‌্যালীতে আরো উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ফ্রান্সিস সুদান হালদার, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী তৈয়াবুর রহমান, উপাধ্যক্ষ বিভাষ চন্দ্র বিশ্বাস, প্রভাষক কুবের চন্দ্র মন্ডল, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক মল্লিক অহিদুজ্জামান, ড. অসিত বসু, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অপর্ণা অধিকারী, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক মাহবুব রহমান, প্রভাষক বিশ্বজিৎ মন্ডল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাহারা বেগম, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক নিগার সুলতানা সুমী, প্রভাষক কামাল উদ্দিন, প্রদর্শক সাইদুর রহমান মিন্টু প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেন একদা পশ্চাদপদ উপকূলীয় মোংলা এলাকার শিক্ষা ও সংস্কৃতি বিকাশে মোংলা সরকারি কলেজ অনন্য ভূমিকা পালন করেছে। উপমন্ত্রী মানসম্মত শিক্ষা বিস্তার এবং স্মার্ট বাংলাদেশ গঠনে দক্ষ মানবশক্তি সৃষ্টিতে মোংলা সরকারি কলেজকে যথার্থ দায়িত্ব পালনের আহ্বান জানান।