Home জাতীয় মোংলায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

মোংলায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

29

মোংলা থেকে মো. নূর আলমঃ সারাদেশের মত যথাযোগ্য মর্যাদায় মোংলায় উদযাপিত হয়েছে মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে উপজেলা প্রশাসন, মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা পোর্ট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, নৌবাহিনী, কোস্টগার্ড, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। দিনব্যাপী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা, মোংলা পৌর মেয়র শেখ আঃ রহমান, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারি পুলিশ সুপার আসিফ ইকবাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরু ইসলাম। এছাড়া এদিন বন্দর এলাকায় নব নির্মিত স্বাধীনতা চত্বর উদ্বোধন করেন মোংলা বন্দর কর্পতক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এর আগে বন্দর এলাকায় স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বন্দর চেয়ারম্যান সহ কর্মকর্তা- কর্মচারীগন। ১৬ ডিসেম্বর রাত ১২ টা এক মিনিটে বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়। এছাড়া দিবসের প্রথম প্রহরে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনও করা হয় এদিন। এছাড়া বিজয় দিবসে মোংলা বন্দর জেটি এবং নৌ বাহিনীর একটি যুদ্ধ জাহাজ সাধারণের জন্য উন্মুক্ত করে দেয় কর্তৃপক্ষ। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী কর্তৃক শপথবাক্য পাঠ অনুষ্ঠানে পাঁচ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন আয়োজিত অন্যান্য কর্মসুচির মধ্যে ছিলো কুচকাওয়াজ, ডিসপ্লে, চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতা, খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।