Home সারাদেশ মেহেন্দিগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

মেহেন্দিগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

30

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সদস্য, বরিশালের আজকাল ও জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক স্বপন হাওলাদার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শুক্রবার পাতারহাট বন্দরের জেলা পরিষদ মার্কেটের সম্মুখে সাংবাদিক স্বপন হাওলাদার উপর এই সন্ত্রাসী হামলা চালায় কথিত সন্ত্রাসী জহিরুল ইসলাম (টুলু)। সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১২টার দিকে সাংবাদিক স্বপন হাওলাদার জেলা পরিষদ মার্কেটের সামনে থাকা আনোয়ারের চায়ের দোকানে চা খাচ্ছিলেন। একই সময় ওই দোকানে চা খেতে এসে টুলু সাংবাদিক স্বপনকে দেখে পূর্ব শত্রুতার জের ধরে বাকবিতান্ডায় জড়িয়ে পড়ন। স্থানীয়রা তাদের দু’জনকে নিবৃত করলে সাংবাদিক স্বপন পাশেই দেলোয়ারের চায়ের দোকানে অবস্থান নেন। পরে কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসী টুলু পূর্বপরিকল্পিত ভাবে ইট নিয়ে সাংবাদিক স্বপনের মুখে স্বজোড়ে আঘাত করেন। এসময় স্বপন মারাত্বক ভাবে আহত হয়ে মাটিতে লুটিয়ে পরলে টুলু ঘটনাস্থল থেকে সটকে পরেন। পরে স্থানীয় তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতের পরিবার। সন্ধ্যায় মেহেন্দিগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা এক জরুরি বৈঠকে মিলিত হন। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার ওসি মোঃ শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, সাংবাদিকের উপর হামলার সংবাদ পেয়ে ঘটনার বিস্তারিত জানার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, কথিত সন্ত্রাসী জহিরুল ইসলাম টুলু স্থানীয় খেজুরতলী বাজারের সুফিয়ার রহমান সিকদারের ছেলে। তার নামে খেজুরতলী বাজারসহ বিভিন্ন হাট-বাজারে সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও টুলু মেহেন্দিগঞ্জ ও হিজলা থানার একাধিক মামলার আসামী। সাংবাদিক স্বপনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মেহেন্দিগঞ্জে কর্মরত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অনতিবিলম্বে হামলাকারী সন্ত্রাসী টুলুকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।