আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে হামলায় নিহত হয়েছে ৬০ জন। এত আরও অন্তত ১৪৫ আহত হয়েছে। বিবিসি জানিয়েছে শুক্রবার ( ২২ মার্চ) মস্কোর ক্রোকাস সিটি হলে হলে মুখোশ পরা বন্দুকধারীরা হামলা চালায় ।
জানানগেছে, ছন্দেবশে মুখোশধারীরা ঢুকে স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে এলোপাথালী গুলি চালায় এবং বিস্ফোরক ঘটায়।
ঘটনার পরপর আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করে নিজস্ব চ্যানেলে পোস্ট দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, মস্কোর হামলার ঘটনায় তার দেশ জড়িত নয় ।
জাতাসংঘের মহাসচিব এন্তুনি গুতেরেস এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
মিডিয়ার খবরে জানাগেছে, যুক্তরাষ্ট্র মস্কোতে হামলা হতে পারে বলে দুই সপ্তাহ আগে রাশিয়াকে সতর্ক করে দিয়েছিল।