Home জাতীয় ভোটাধিকার প্রয়োগ নাগরিক দায়িত্ব: সিইসি

ভোটাধিকার প্রয়োগ নাগরিক দায়িত্ব: সিইসি

15

ডেস্ক রিপোর্ট: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলছেন, সকল উদ্বেগ, উৎকণ্ঠ ও অস্বস্তি পরাভূত করে ভোটারদের নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ নাগরিক দায়িত্ব। দ্বাদশ জাতীয় নির্বাচনের একদিন আগে আজ শনিবার জাতির উদ্দেশ্য প্রদত্ত ভাষণে এ আহবান জানিয়েছেন।
তিনি বলেন, আমাদের বিশ্বাস স্ব স্ব অবস্থান থেকে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ আবশ্যক আইনানুগ ভূমিকা পালনের মধ্যে দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ অংশ গ্রহণ মূলক ও শান্তিপূর্ণ হবে। দেশে ও বহির্বিশ্বে প্রশংসিত ও বিশ্বাস যোগ্য হবে। সংসদ, সরকার ও সংবিধানের কাঙ্ক্ষিত ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে।
সিইসি নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ আপামর জনগণের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করেন।