Home কুটনৈতিক ও প্রবাস ভারত মুক্তিযুদ্ধের সময়ে আশ্রয় ট্রেনিং এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে–মেয়র খালেক

ভারত মুক্তিযুদ্ধের সময়ে আশ্রয় ট্রেনিং এবং অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে–মেয়র খালেক

41

মোংলা থেকে মো. নূর আলমঃ ভারত সরকার আমাদের মুক্তিযুদ্ধের সময়ে এক কোটি মানুষকে আশ্রয়, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং ও অস্ত্র দিয়ে স্বাধীনতা অর্জনে সহযোগিতা করেছে। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ১৮ হাজার ভারতীয় সৈন্য রক্ত দিয়েছে। ভারত সরকার বাংলাদেশের স্বাধীনতার জন্য বিশ^বাসীর সমর্থন আদায়ে কূটনৈতিক তৎপরতাও চালিয়েছিলো। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনে ভারতের এই সহযোগিতা বাংলাদেশ কৃতজ্ঞতার সাথে আজীবন স্মরণ করবে। ১৫ মার্চ মঙ্গলবার সকালে মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে পৌর ভবন চত্বরে ভারতীয় জনগনের উপহার লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
মঙ্গলবার সকাল ১১টায় অত্যাধুনিক লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পোর্টি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাই-কমিশনার রাজেশ কুমার রায়না। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সহকারি পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, ডেপুটি সিভিল সার্জন ড. মো. হাবিবুর রহমান, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শেখ সিরাজুল ইসলাম। এ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ^াস, অধ্যÿ মো. গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূর আলম শেখ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মাহবুবুর রহমান। সম্মানিত অতিথি ভারতীয় সহকারী হাই-কমিশনার রাজেশ কুমার রায়না তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুটি সন্তান। তাই ভারত বাংলাদেশের পাশে সব সময়ে আছে। আইসিইউ সম্বলিত এই এ্যাম্বুলেন্স ভারতবাসীর ভালোবাসার ছোট্ট একটি প্রতীক বলে দাবি করেন তিনি। শিক্ষা, চিকিৎসা, উন্নয়নে ভারত সব সময় বাংলাদেশের পাশে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে বলে ঘোষণা করেন তিনি। সভাপতির বক্তব্যে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বলেন বাংলাদেশের দুর্দিনে ভারত সব সময় পাশে এসে দাঁড়িয়েছে। মুক্তিযুদ্ধকালে ভারতের সমর্থন পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। অত্যাধুনিক লাইফ সাপোর্ট এ্যাম্বুলেন্স প্রদান করায় ভারতের জনগনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌর মেয়র শেখ আব্দুর রহমান।