Home জাতীয় জামালপুরে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর পুনরায় নির্বাচনের দাবী

জামালপুরে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর পুনরায় নির্বাচনের দাবী

35

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জামালপুর সদরের তুলশীরচর ইউপির তিনটি কেন্দ্রের ভোটের ফলাফল পরিবর্তন করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মমিনুল ইসলাম। ওই তিনটি কেন্দ্রে পুননির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। ১২ নভেম্বর সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ মমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ১১ নভেম্বর ভোট গণনা শেষে তুলশীরচর ইউপির গজারিয়া, পশ্চিম টেবিরচর ও পূর্ব টেবির চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটের ফলাফল কেন্দ্রে প্রকাশ করেননি প্রিজাইডিং অফিসাররা। পরবর্তীতে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে আসার পথে সুবিধাজনক স্থানে ওই তিনটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও নৌকা প্রতীকের প্রার্থী ও তার কর্মী সমর্থকরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করে ভোটের ফলাফল পরিবর্তন করে উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুমে জমা দেন। পরিবর্তীতে সেই ভোটের হিসাবেই আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শহিদুল্লাহকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, পশ্চিম টেবির চর কেন্দ্রে দুই হাজার ৮৩৯ জন ভোটের মধ্যে নৌকা প্রতীকে ভোট দেখানো হয়েছে দুই হাজার ৭৯৯টি। এই কেন্দ্রে তার আনারস প্রতীকে শূন্য ভোট দেখানো হয়েছে। গজারিয়া কেন্দ্রের দুই হাজার ৩২৭ ভোটের মধ্যে নৌকায় ভোট দেখানো হয়েছে দুই হাজার ২১৫টি। এই কেন্দ্রে আনারস প্রতীকে ভোট দেখানো হয়েছে মাত্র চারটি। এছাড়াও পূর্ব টেবিরচর কেন্দ্রে পরিবর্তিত ফলাফলের ব্যালট পেপারে দুই হাজার ১৬২ ভোটের মধ্যে নৌকায় দুই হাজার ৫৮টি এবং আনারসে দেখানো হয়েছে মাত্র ৮৩টি ভোট। এই কেন্দ্রে ভোট কাস্ট দেখানো হয়েছে শতকরা ৯৯.০২ ভাগ।

পূর্ব টেবিরচর কেন্দ্রে বেশ কয়েকজন মৃত ব্যক্তি ও বিদেশে অবস্থানরত ভোটারদের ভোটও দেখানো হয়েছে। এই কেন্দ্রের বাইরে মাঠে চেয়ারম্যান পদে নৌকায় সিল মারা ৪৪টি ব্যালট পেপারসহ একটি মুড়িবইও কুড়িয়ে পাওয়া গেছে। ওই তিনটি কেন্দ্রে ব্যাপক কারচুপি ও জালিয়াতির মাধ্যমে নৌকার প্রার্থীকে বিজয়ী দেখানো হয়েছে অভিযোগ করে তিনি ওই তিনটি কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।