ডেস্ক রিপোর্ট: ভারতে আবারও নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার ২০০০ রুপির নোট বাজার থেকে তুলে নিচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান এই নোট চলবে।
শুক্রবার (১৯ মে) ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এ ঘোষণা দিয়েছে।খবর আমাদের সময়.কম

আরবিআই জানিয়েছে, আগামী ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরবিআই’র ১৯টি আঞ্চলিক কার্যালয় ও অপর ব্যাংকগুলো ২০০০ রুপির নোট সংগ্রহ করবে। তবে এখন থেকেই ২০০০ রুপির নোট আর গ্রাহকদের না দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৬ সালের নভেম্বর থেকে ২০০০ রুপির নোট ছাপানো শুরু করে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। তখন ৫০০ এবং এক হাজার টাকার নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদির নতুন সরকার।

রাতারাতি নোট বাতিলের জেরে শোরগোল পড়ে গিয়েছিল ভারতে। বাজারে অর্থপ্রবাহ ঠিক রাখতে ২০০০ রুপির নোট প্রচলন করলেও ২০১৮ সালেই তা ছাপানো বন্ধ করে দেওয়া হয়।

প্রচলনের সাত বছরের মাথায় এবার ২০০০ রুপির নোট তুলে নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। আরবিআই জানিয়েছে, বাজারে ৫০০ ও এক হাজার রুপির নোটের যথেষ্ট জোগান আছে, তাই নতুন করে আর ২০০০ রুপির নোট ছাপানো হবে না।