Home সারাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় ডেমোক্রসী ইন্টারন্যাশনালের এডভোকেসী কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় ডেমোক্রসী ইন্টারন্যাশনালের এডভোকেসী কর্মশালা

55

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বুধবার সকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাগরিকদের বিভিন্ন সমস্যা ও সমাধানের সুপারশি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি রেস্টুরেন্টে ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের সহযোগীতায় সিনিয়র রাজনৈতিক ফেলো ৮ম ব্যাচের আয়োজিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন মাল্টি পার্টি এডভোকেসী ফোরামের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকন। সিনিয়র ফেলোশিপ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করে আলোচনা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, স্থানীয় ও জনসম্পৃক্ত সমস্যা সমাধানে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাল্টি পার্টি এডভোকেসী ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজ মামুন। এসময় আরো উপস্থিহত ছিলেন মাল্টি পার্টি এডভোকেসী ফোরামের সহ-সভাপতি আবু কাউছার খান, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, মাল্টি পার্টি এডভোকেসী ফোরামের সহ-সভাপতি মো.মনির হোসেন প্রমুখ।
দলীয় আলোচনায় প্রাপ্ত বিষয় নিয়ে দল ভিত্তিক ৪টি দল প্ল্যানারী উপস্থাপন করেন। কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।