Home শিক্ষা ও ক্যাম্পাস বশেমুরবিপ্রবিতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে শিক্ষা সচিব

বশেমুরবিপ্রবিতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে শিক্ষা সচিব

33

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন কর্মকর্তাগণ।

বুধবার (৮ জুন) বিকাল ৪টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব মো. আবু বকর ছিদ্দীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব এর সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এছাড়াও তিনি আবাসন ব্যবস্থা, পরিবহন এবং বিশ্ববিদ্যালয়ের জমি বর্ধনের বিষয়ে আলোচনা করেন। এরপর তিনি সিনিয়র শিক্ষকদের আবাসিক ভবন ‘মধুমতি’র উদ্বোধন ও ক্যাম্পাস চত্বরে বৃক্ষরোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বশেমুরবিপ্রবি উপাচার্য, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের ডীন, পরিক্ষা নিয়ন্ত্রক, পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক, প্রধান প্রকৌশলী, জনসংযোগ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।