Home শিক্ষা ও ক্যাম্পাস বুয়েটের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি সই

বুয়েটের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি সই

29

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে জগন্নাথ বিশ^বিদ্যালয়। ৩১ অক্টোবর সোমবার দুপুরে বুয়েটের মাননীয় উপাচার্যের কার্যালয়ে উচ্চ শিক্ষা, গবেষণা, পাবলিকেশন, অ্যাকাডেমিক তথ্য বিনিময়সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার নিমিত্তে দুই বিশ^বিদ্যালয়ের মধ্যে সমাঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর পক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের পক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. এমদাদুল হক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। তথ্য প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে দুই বিশ^বিদ্যালয়ের মধ্যে উক্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় বুয়েটের অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (রাইজ)-এর পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, রেজিস্ট্রার ও পরিচালক (গবেষণা) উপস্থিত ছিলেন।