Home জাতীয় বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে–শাহে আলম এমপি

বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে–শাহে আলম এমপি

37

উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মোঃ শাহে আলম এমপি বলেছেন, বিশ্বের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমানে কেউ ইচ্ছে করলেই চাকুরী দিতে পারে না। যোগ্যতা প্রমান করে চাকুরী পেতে হয়। তাই শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি সমাজের অত্যাচার অনাচার ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তিনি ১০ অক্টোবর রবিবার সকাল ১১টায় উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজে একাদশ শ্রেণির নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ মোঃ ইশতিয়াক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এস জামাল হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব মোঃ আওরঙ্গজেব হাওলাদার। স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ এস.এম তাইজুল ইসলাম, প্রভাষক নাদিরা পারভীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ ছাত্তার মোল্লা, সম্পাদক মোঃ মিন্টু সরদার, প্রভাষক মোঃ তোফাজ্জল হোসেন, মাওলাদ হোসেন মিয়া নাসিম, মোঃ আনিসুর রহমান। নবীণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় লামিয়া আফরোজ, তামিম রহমান শাওন, শিল্পী খানম। এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভয়াবহ মহামারী করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। এরপর বিকেলে এমপি শাহে আলম শাহানারা আব্দুল্লাহ স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।