Home শোক ও স্মরণ বানারীপাড়ায় আওয়ামী লীগের উপদেষ্টাসদস্য প্রতাপ চন্দ্র রায়ের পরলোকগমণ

বানারীপাড়ায় আওয়ামী লীগের উপদেষ্টাসদস্য প্রতাপ চন্দ্র রায়ের পরলোকগমণ

565

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক আইনজীবী সহকারী প্রতাপ চন্দ্র রায় (৭৩) বুধবার (৩ জানুয়ারী) রাত ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরলোক গমণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও এক মেয়েসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। প্রয়াত প্রতাপ চন্দ্র রায় উপজেলার সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুর্পণা রায় ডালিয়া,বানারীপাড়া সার্বজনিন লোকনাথ মন্দিরের সাবেক সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ রায় ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমনের বাবা। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বেলা ১১টায় বানারীপাড়ায় সার্বজনিন লোকনাথ মন্দির প্রাঙ্গনে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১টার দিকে কেন্দ্রীয় মহাশশ্মানে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে আওয়ামী লীগ নেতা প্রতাপ চন্দ্র রায়ের প্রয়াণে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,পৌর আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন মোল্লা,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস,সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।