Home বাণিজ্য ও অর্থনীতি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে ফান্ড পেলো ব্র্যাক ব্যাংক

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে ফান্ড পেলো ব্র্যাক ব্যাংক

38

স্টাফ রিপোটার : আরো বেশি নারীদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার পাশাপাশি দেশে কুটির, মাঝারি ও ক্ষুদ্র উদ্যোগসমূহের সম্প্রসারণ (CMSE) এবং নারী গ্রাহকদের ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বাড়াতে ব্র্যাক ব্যাংকের জন্য একটি ফান্ড (Grant) অনুমোদন করেছে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের স্বনামধন্য এই প্রাইভেট ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ফান্ড ব্যাংকের আর্থিক-অন্তর্ভুক্তি কার্যক্রম সম্প্রসারেণে ব্যবহার করা হবে।

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে একটি অগ্রগামী ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ইতোমধ্যে ‘আস্থা’ ডিজিটাল ব্যাংকিং অ্যাপ এবং ‘সাফল্য’ নামে স্মার্ট ফাইন্যান্সিং প্রসেসিং সিস্টেম চালু করেছে। ব্র্যাক ব্যাংক এর বিস্তৃত নেটওর্য়াক ও বিজনেস সেগমেন্টের সাহায্যে সব শ্রেণির ও অঞ্চলের জনগোষ্ঠীর পৌঁছে যাবে। এই সম্প্রসারণের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হবে।

ব্র্যাক ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্বপ্নকে সামনে রেখে ব্র্যাক ব্যাংক এই অনুদানের মাধ্যমে সিএমএসই এবং প্রান্তিক নারীদের জন্য অর্থায়নের সুবিধা, বাজারে প্রবেশাধিকার এবং সক্ষমতা উন্নয়ন কার্যক্রম নিশ্চিত করার কৌশলগত উদ্দেশ্যকে বিস্তৃত ও জোরদার করবে।

এই প্রোগ্রামের একটি প্রধান লক্ষ্য হ’ল ডিজিটাল ঋণ অ্যাপ্লিকেশন ‘সাফল্য’র মাধ্যমে জামানতবিহীন, সাশ্রয়ী এবং কম ডকুমেন্টেশনের সাহায্যে সিএমএসই উদ্যোক্তাদের ডিজিটাল পদ্ধতিতে ছোট-টিকিটের ঋণ প্রদান করা। এছাড়া এজেন্ট ব্যাংকিং, বিভিন্ন মার্কেট লিংকেজ প্রোগ্রাম এবং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে প্রান্তিক নারীদের কাস্টমাইজড ব্যাংকিং প্রোডাক্ট ও সেবার মাধ্যমে ক্ষমতায়ন করা হবে।

এই ফান্ড প্রাপ্তি সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “সামাজিক ক্ষমতায়ন এবং নারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য আমরা সব সময় ব্যাংকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের অনুপ্রেরণা অনুসরণ করি। বিশ্বব্যাপী স্বনামধন্য প্রতিষ্ঠানের এই অনুদান আমাদের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলোকে আরো সম্প্রসারিত করতে এবং তৃণমূল পর্যায়ে পৌঁছাতে সাহায্য করবে। এই তহবিলটি ক্ষুদ্র ব্যবসার উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের পাশাপাশি ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি উদ্যোগের মাধ্যমে নারী গ্রাহকদের ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য ব্যবহার করা হবে। আমরা এই আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমাদের আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “এই ফান্ডটি আমাদের ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির উদ্যোগগুলোকে আরও বেশি সম্প্রসারিত করতে অনুপ্রাণিত করবে। এই তহবিলের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এবং আরও তৃণমূল নারী ও সিএমএসই-গুলোকে ব্যাংকিং সেবার আওতায় এনে ডিজিটাল সেবা প্রদানকারী প্লাটফর্মে তাদের উপস্থিতি বাড়াতে আমরা আমাদের বিস্তৃত নেটওয়ার্ক, উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ এবং ডিজিটাল ব্যাংকিং সেবাগুলোকে কাজে লাগাবো।”

মিডিয়া যোগাযোগ:
মোহাম্মদ আব্দুর রহিম
ব্র্যাক ব্যাংক লিমিটেড
ই-মেইল: rahim@bracbank.com
টেলিফোন: +88 01730704702

ব্র্যাক ব্যাংক লিমিটেড:
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘BRACBANK’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৮৭টি শাখা, ৩৬টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস, ১,০৪০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৮ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। চৌদ্দ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২২ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।