Home জাতীয় বিপিজেএ-এর ফল উৎসব আয়োজন প্রশংসনীয়

বিপিজেএ-এর ফল উৎসব আয়োজন প্রশংসনীয়

46

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, দেশীয় ফলের উৎসব সংসদের ঐতিহ্য। পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের ফল উৎসব আয়োজন প্রশংসনীয়। এর মাধ্যমে দেশীয় ফলের স্বাদ গ্রহণ করা যায়। এই ফল উৎসবে বিরল ফলের সমারোহ থাকে। করোনাকালীন সময়ের পর থেকে ধারাবাহিকভাবে এই ফল উৎসব চলমান। এসময় তিনি ভবিষ্যতেও ফলের উৎসবকে অব্যাহত রাখার আহবান জানান।

স্পীকার আজ জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৩’ এ প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। এসময় স্পীকার ফল উৎসবের আয়োজন করার জন্য পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এডভোকেট মো: শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি এবং হুইপ ইকবালুর রহিম এমপি বক্তব্য রাখেন।

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি হারুন আল রশীদ এবং সাধারণ সম্পাদক নাফিজা দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সাবেক সভাপতি উত্তম চক্রবর্তী শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংসদ বিটের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এবারো দেশীয় ২১টি জাতের ফল দিয়ে সাজানো হয় এই ফল উৎসব। এর মধ্যে ছিল আম, জাম, লিচু, লটকন, কাঁঠাল, কলা, ডেউয়া, পেঁপে, তরমুজ, পেয়ারা, আমলকি, আনারস, জামরুল ইত্যাদি।

স্পীকার ফল উৎসবকে ইউনিক হিসেবে উল্লেখ করেন। দেশীয় ফলের সম্ভার দেখে তিনি অভিভূত হন। এসময় তিনি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন।