Home জাতীয় বিজ্ঞান আন্দোলন মঞ্চের আলোচনাসভা অনুষ্ঠিত

বিজ্ঞান আন্দোলন মঞ্চের আলোচনাসভা অনুষ্ঠিত

37

ডেস্ক রিপোর্ট : বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে আজ সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ: পর্যবেক্ষণ, প্রশ্ন ও বৈজ্ঞানিক বিশ্লেষণ’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপস্থিত থেকে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ও তা থেকে প্রকাশিত চিত্রগুলোর বৈজ্ঞানিক বিশ্লেষণধর্মী আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়কারী প্রকৌশলী ইমরান হাবিব রুমন ও সঞ্চালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা জনার্দন দত্ত নান্টু। আলোচনা শেষে সভাপতির বক্তব্যে ইমরান হাবিব রুমন বলেন, বিজ্ঞানের প্রতিটি আবিষ্কার সম্পর্কে একটা সাধারণ ধারণা থাকা, বিজ্ঞানমনস্ক চিন্তা করতে পারা যেকোন একজন আধুনিক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তাই প্রয়োজন বিজ্ঞানের নানান বিষয়ে সহজবোদ্ধ আলোচনার মাধ্যমে সকল স্তরের জনগণের মাঝে নিয়ে যাওয়া। বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে আমরা এই আয়োজনগুলোই করার চেষ্টা করছি। এতে সকলের সহযোগিতা আমাদের প্রত্যাশা।