Home রাজনীতি বিএনপির হরতাল: বাস-ট্রাকে অগ্নিসংযোগ, বাস হেলপার পুড়ে কঙ্কাল

বিএনপির হরতাল: বাস-ট্রাকে অগ্নিসংযোগ, বাস হেলপার পুড়ে কঙ্কাল

34

স্টাফ রিপোটার: বিএনপি আহুত সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল চলছে। শনিবার নয়াপল্টনে দলটির মহাসমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে এ হরতাল পালন করছে বিএনপি।
এদিকে গতকালে সমাবেশ শুরুর পরপর কাকারাইলে প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন-ভাংচুর, হামলা চালিয়ে পুলিশ হত্যার ঘটনায় শাহজানপুর থানায় মামলা করেছে পুলিশ। মামলায় বিএনপির ৮৫৭ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।বিএনপির মির্জান আব্বাসসহ ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আসামী অজ্ঞাত বলে জানাগেছে।
হরতালের শুরুতে রাজধানীতে বিভিন্ন যান চলাচল শুরু করে। কর্মমুখি মানুষ বের হয় ।এ কারনে সকাল থেকে সড়কে কিছু যানজট তৈরী হযেছিল।
বেলা বাড়ার সাথে সাথে গুলিস্তান, মোহাম্মদপুর, টঙ্গীসহ কয়েকটি এলাকায় দুর্বৃত্তরা বাস ও ট্রাকে আগুন লাগিয়ে দেয়।এতে আতংক ছড়িয়ে পড়ে রাজধানীতে যানবাহন কমে যায়।
এদিকে রাজধানীতে অনেক নেতার বাড়িতে আইনশৃংখলা বাহিনী গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ভোরে দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে আটক করে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে।
রাজধানীর কাকরাইলসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে বিএনপি।
হরতাল বিরোধী মিছিল সমাবেশ করেছে আওয়ামীলীগ ও জাসদ।
সারাদেশে জেলা-উপজেলায় পাল্টাপাল্টি বিক্ষোভ হয়েছে।