Home জাতীয় বানারীপাড়ায় বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ২১ জনকে অর্থদণ্ড

বানারীপাড়ায় বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ২১ জনকে অর্থদণ্ড

54

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বানারীপাড়ায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে দুই সপ্তাহের কঠোর লকডাউনে সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টে ২১ জনকে অর্থদণ্ড করা হয়। শনিবার (২৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা ও বিকাল ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা’র নেতৃত্বে মোবাইল কোর্টের এ অভিযান পরিচালিত হয়। এ সময় তাকে সহযোগিতা করেন থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. জাফর আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম। এ অভিযানে দিনের প্রথম ভাগে উপজেলার চাখার বাজার ও বানারীপাড়া-বরিশাল সড়কে আইন অমান্য করে যানবাহন চালানো ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১৫টি মামলায় ৭ হাজার ৩ শত টাকা এবং দ্বিতীয় ভাগে বিকাল ৩টার পরে কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৬টি মামলায় মোট ৩ হাজার ৫ শত টাকাসহ মোট ২১টি মামলায় ১০ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড করা হয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন কার্যকর করতে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান চলবে।
এদিকে প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।