Home জাতীয় লোকাল গার্মেন্টস শ্রমিকদের মজুরী ও রেট বৃদ্ধির দাবিতে লাগাতার কর্মবিরতি

লোকাল গার্মেন্টস শ্রমিকদের মজুরী ও রেট বৃদ্ধির দাবিতে লাগাতার কর্মবিরতি

124

স্টাফ রিপোটার: ঢাকা পোশাক প্রস্তুুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদের আহবানে লোকাল গার্মেন্টস শ্রমিকদের মজুরী ও রেট বৃদ্ধিসহ ন্যায়সংগত সকল দাবি বাস্তবায়নে শনিবার ১১ জুন সকাল ১০টা হতে শুরু হওয়া ঢাকার বংশালস্থ সকল গার্মেন্টেসের শ্রমিকরা কর্মবিরতির কর্মসূচি ২য় দিন যাবত পালন করছে। কর্মবিরতি পালনরত শ্রমিকরা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজ ১২ জুন সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের দাবির সমর্থনে এক বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা পোশাক প্রস্তুুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক মনির হোসেন ও পরিচালনা করেন যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন নয়ন, যুগ্ম-সম্পাদক আতিকুল ইসলাম টিটু, বাংলাদেশ হোটেল রেস্টুরেস্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ঢাকা মহানগর সিএনজি অটো-রিক্সা চালক সংগ্রাম পরিষদের আহবায়ক শেখ হানিফ, ঢাকা পোশাক প্রস্তুুতকারী শ্রমিক সংঘের সভাপতি আহমেদ সুজন, সাধারণ সম্পাদক মাহাবুব আলম মানিক, ঢাকা পোশাক প্রস্তুুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য আব্দুস সামাদ, মোঃ মিলন, মোঃ শাহজালাল, মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। নেতৃবৃন্দ বলেন মালিকরা ন্যায় সংগত দাবি মেনে না নিয়ে শ্রমিকদেরকে মার-ধর, ভয়-ভীতি প্রদর্শন করে চলেছে। এছাড়াও কতিপয় মালিক কোন প্রকার পাওনা দেনা না দিয়ে জোর পূর্বক শ্রমিকদেরকে কারখানা থেকে বের করে দিয়ে কারাখানায় তালা লাখিয়ে দিয়েছে। এই শিল্পের ধরণের কারণেই শ্রমিকরা গভীর রাত পর্যন্ত অমানসিক পরিশ্রম করে কারখানাতেই ঘুমায়। জুলুমবাজ মালিকরা তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে সেই ঘুমানোর জায়গা টুকুও কেড়ে নিচ্ছে। একই সাথে শ্রমিকদের ন্যায় সংগত দাবি মেনে না নিয়ে ষড়যন্ত্র-চক্রান্তের পথে হাটছে। মালিকদের এই অদূরদর্শিতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে লোকাল গার্মেন্টস শিল্পে এই অচলাবস্থা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে প্রেস ক্লাব থেকে শুরু করে পল্টন হয়ে বিজয় নগরে অবস্থিত শ্রম ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।