আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলী বাহিনী বিমান, স্থল এবং সমুদ্র থেকে ফিলিস্তিনি ছিটমহলে ভারী বোমাবর্ষণের কারণে গাজা উপত্যকায় ২ লাখ ৬০ হাজারের বেশী মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘ এতথ্য জানিয়েছেন।
শনিবার হামাসের হামলার পর ইসরায়েল পাল্টা হামলার পর থেকে ভয়ংকর লড়াইয়ে উভয় পক্ষে হাজার হাজার লোক নিহত হচ্ছে।
জাতিসংঘ মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, গাজায় ২ লাখ ৬৩ হাজার ৯৩৪ জনের বেশী লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও সতর্ক করেছে।
ইসরায়েলের ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় হামলায় দেশটির ১০০০জনেরও বেশী লোক নিহত হয়েছে।