Home সারাদেশ বানারীপাড়ায় শরীরে পঁচন ধরা মাকেবাঁচাতে শিশু সন্তানদের করুন আকুতি !

বানারীপাড়ায় শরীরে পঁচন ধরা মাকেবাঁচাতে শিশু সন্তানদের করুন আকুতি !

29

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামে দু’টি ফুটফুটে শিশু সন্তানের মা মাহিনুর বেগম (৩০) ঘাতকব্যাধি স্কীন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ধদিন ধরে শয্যাশায়ী। অর্থাভাবে উন্নত চিকিৎসাসেবা না পেয়ে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পঁচে গিয়ে ভয়ার্ত রূপ নিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। সুচিকিৎসার অভাবে ক্রমশ তিনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। দু’চোখে তার বাঁচার করুন আকুতি। মাকে বাঁচাতে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া (১০) সমাজের সহৃদয় বিত্তবানদের প্রতি করুন আর্তি জানিয়ে বলেন,আমার মাকে আপনারা একটি বার নিজের “মা” ভেবে দয়া করে সাহায্য করুন। মাকে ছাড়া আমাদের দুই ভাই-বোনের জীবন অন্ধকার। সবার একটু সহানুভূতিতে আমার মা ফিরে পাবেন নতুন জীবন। আর আমরা ফিরে পাবো আমাদের প্রাণপ্রিয় মমতাময়ী মাকে। অসুস্থ মায়ের জন্য প্রথম শ্রেণীর শিক্ষার্থী হাসানের (৭) দু’চোখে কান্নার সাঁতার। প্রিয়তমা স্ত্রীকে সুস্থ করে তুলতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বরিশাল শেবাচিম হাসপাতাল ও ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে গত দু’বছর ধরে চিকিৎসা করিয়ে হতদরিদ্র ভ্যানচালক মনির হোসেন বেপারী এখন নিঃস্ব ও রিক্ত। স্ত্রীর ভাবনায় দু’চোখে তার অমানিশার ঘোর অন্ধকার। স্ত্রীর উন্নত চিকিৎসা চালিয়ে যেতে তিনিও সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। তার (মনির হোসেন বেপারী) বিকাশ নম্বর

ছবি
বানারীপাড়ায় শরীরে পঁচন ধরা মাকে
বাঁচাতে শিশু সন্তানদের করুন আকুতি !
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামে দু’টি ফুটফুটে শিশু সন্তানের মা মাহিনুর বেগম (৩০) ঘাতকব্যাধি স্কীন ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ধদিন ধরে শয্যাশায়ী। অর্থাভাবে উন্নত চিকিৎসাসেবা না পেয়ে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পঁচে গিয়ে ভয়ার্ত রূপ নিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। সুচিকিৎসার অভাবে ক্রমশ তিনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। দু’চোখে তার বাঁচার করুন আকুতি। মাকে বাঁচাতে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া (১০) সমাজের সহৃদয় বিত্তবানদের প্রতি করুন আর্তি জানিয়ে বলেন,আমার মাকে আপনারা একটি বার নিজের “মা” ভেবে দয়া করে সাহায্য করুন। মাকে ছাড়া আমাদের দুই ভাই-বোনের জীবন অন্ধকার। সবার একটু সহানুভূতিতে আমার মা ফিরে পাবেন নতুন জীবন। আর আমরা ফিরে পাবো আমাদের প্রাণপ্রিয় মমতাময়ী মাকে। অসুস্থ মায়ের জন্য প্রথম শ্রেণীর শিক্ষার্থী হাসানের (৭) দু’চোখে কান্নার সাঁতার। প্রিয়তমা স্ত্রীকে সুস্থ করে তুলতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বরিশাল শেবাচিম হাসপাতাল ও ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে গত দু’বছর ধরে চিকিৎসা করিয়ে হতদরিদ্র ভ্যানচালক মনির হোসেন বেপারী এখন নিঃস্ব ও রিক্ত। স্ত্রীর ভাবনায় দু’চোখে তার অমানিশার ঘোর অন্ধকার। স্ত্রীর উন্নত চিকিৎসা চালিয়ে যেতে তিনিও সবার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। তার (মনির হোসেন বেপারী) বিকাশ নম্বর ০১৮৮৯৫৪২২২৩ ।