Home জাতীয় বশেমুরবিপ্রবি রেজিস্ট্রারকে আইনি নোটিশ

বশেমুরবিপ্রবি রেজিস্ট্রারকে আইনি নোটিশ

53

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেনকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

গত ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ও গোপালগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এ আইনি নোটিশ পাঠান।

উক্ত নোটিশে আইনজীবী তানভীর আহমেদ উল্লেখ করেন, গত ১৭ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের লোন শাখায় কর্মরত কর্মকর্তা সাজিদুর রহমান আইনজীবী হিসাবে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যপদ লাভ করেছেন মর্মে অভিনন্দন জ্ঞাপন করে তাকে আইনজীবী হিসাবে সম্বোধন করে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যা কাউন্সিল এ্যাক্টের বিধি বিধানের পরিপন্থী।

নোটিশে আরও বলা হয়, কাউন্সিল এ্যাক্টের বিধি বিধান অনুযায়ী একজন আইনজীবী অন্য কোন পেশা, ব্যবসা বা বেতনভূক্ত কর্মকর্তা বা কর্মচারী এডভোকেট সনদ পাওয়ার যোগ্য নয়৷ তাই বিশ্ববিদ্যালয়ের প্যাডে স্মারক বিজ্ঞপ্তি আকারে অভিনন্দন জ্ঞাপন করে বার কাউন্সিল এ্যাক্টের পরিপন্থী কাজ করেছেন।

নোটিশে আরও বলা হয়, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে বশেমুরবিপ্রবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছ থেকে সাজিদুর রহমানের সনদ স্থগিত করাসহ লিখিত জবাব চাওয়া হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।

এ বিষয়ে আইনজীবী তানভীর আহমেদের কাছে জানতে চাইলে তিনি জানান, বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার বরাবর লিগ্যাল নোটিশটি দিয়েছি৷ তবে এখনও তা পাইনি। আশাকরি খুব শীঘ্রই এর লিখিত জবাব পেয়ে যাব।

লিগ্যাল নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন৷ তিনি বলেন, নোটিশে সাজিদুর রহমানের সনদ স্থগিত করাসহ লিখিত জবাব চাওয়া হয়েছে। এখনও তা পাঠানো হয়নি। শীঘ্রই তা পাঠানোর ব্যবস্থা করছি৷