Home জাতীয় উজিরপুরে অসুস্থ্য বৃদ্ধার পাকা সিঁড়ি ভাঙ্গল এস.আই আসাদুজ্জামান জুয়েল

উজিরপুরে অসুস্থ্য বৃদ্ধার পাকা সিঁড়ি ভাঙ্গল এস.আই আসাদুজ্জামান জুয়েল

33

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এক অসুস্থ্য বৃদ্ধার নির্মিত পাকা সিঁড়ি ক্ষমতার দাপটে এস.আই আসাদুজ্জামান জুয়েল প্রকাশ্যে ভেঙ্গে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার পুত্রবধু মোসাঃ কাজল বেগম বাদী হয়ে বরিশাল ডিআইজি অফিস কার্যালয়, পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয় ও উজিরপুর প্রেসক্লাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের মোঃ বজলুর রহমান হাওলাদারের বসতবাড়ির জমিজমা নিয়ে একই বাড়ির পটুয়াখালী জেলার মহিপুর থানায় কর্মরত পুলিশের এস,আই মোঃ আসাদুজ্জামান জুয়েলের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। জানা যায়, বজললুর রহমান হাওলাদারের অসুস্থ্য বৃদ্ধা মা কিছুদিন পূর্বে ঘর থেকে বের হতে গিয়ে পা পিছলে পড়ে আঘাতপ্রাপ্ত হন। এর প্রেক্ষিতে ১৯ ফেব্রুয়ারী সকালে অসহায় মায়ের দিকে তাকিয়ে তার ছেলে বজলুর রহমান ইট, বালি, সিমেন্ট এনে নিজেই ঘরের দরজার সামনে একটি সিঁড়ি পাকা করেন। তা দেখতে পেয়ে পুলিশের এস,আই জুয়েল তাৎক্ষণিক ভাবে উজিরপুর মডেল থানায় ফোন দিয়ে পুলিশ এনে দুপুর আড়াইটায় এস,আই রবিউল হোসেন ও এ.এস.আই বরকত আলীর উপস্থিতিতে মহিপুর থানার এস.আই আসাদুজ্জামান জুয়েল ও তার বোন লাকী বেগম, আখি বেগম, মাতা জোৎ¯œা বেগম, ভাইয়ের স্ত্রী সুখি বেগম মিলে প্রকাশ্যে নবনির্মিত পাকা সিড়িটি হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙ্গে তছনছ করে ফেলেন। এ ব্যাপারে কাজল বেগম অভিযোগ করে বলেন, পুলিশের দাপট দেখিয়ে আসাদুজ্জামান জুয়েল গংরা আমাদের শেষ সম্বল ভিটেমাটি থেকে উৎখাত করার পায়তারা চালাচ্ছে। আমার শাশুড়ি অসুস্থ্য থাকায় ঘর থেকে নামতে কষ্ট হওয়ায় একটি সিড়ির তাক দেওয়া হয়েছিল। তা ভেঙ্গে তছনছ করে দিয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যে বিভিন্ন মহলে অভিযোগ দেওয়া হয়েছে। সঠিক বিচার না পেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দেয়া হবে এবং আদালতে মামলা করা হবে। একই বাড়ির মোঃ শাহ আলম হাওলাদার জানান, আসাদুজ্জামান জুয়েলদের পরিবারে একাধিক ব্যক্তি পুলিশ প্রশাসনে চাকুরী করায় ক্ষমতার দাপটে কোন আইনকে তোয়াক্কা করে না। অন্যের জমি দখলের পায়তারা চালাচ্ছে তারা। উজিরপুর মডেল থানার এস,আই রবিউল জানান, আমি তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তবে এর মধ্যে কারা কখন পাকা সিঁড়িটি ভেঙ্গে ফেলেছে তা আমার জানা নেই। অভিযুক্ত এস.আই আসাদুজ্জামান জুয়েলকে বিষয়টি জানার জন্য বারবার মোবাইল ফোনে চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। ওই প্রভাবশালীদের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অসহায় পরিবার।