Home জাতীয় বটিয়াঘাটায় নারী ফুটবলারদের নির্যাতনকারীদের শাস্তি দিতে হবে: নারীমুক্তি কেন্দ্র

বটিয়াঘাটায় নারী ফুটবলারদের নির্যাতনকারীদের শাস্তি দিতে হবে: নারীমুক্তি কেন্দ্র

25

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী এক যুক্ত বিবৃতিতে খুলনার বটিয়াঘাটায় নারী ফুটবলারদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ও অবিলম্বে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘নারীদের ফুটবল খেলাকে কেন্দ্র করে খুলনায় যে ঘটনা ঘটেছে তা সারাদেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই রাষ্ট্রে নারীরা এখনও মানুষ হিসাবে বিবেচিত নয়। গতবছরও নারী ফুটবলারদের কৃতিত্বে আনন্দের জোয়ারে ভেসেছে দেশবাসী । ছাদখোলা বাসে সম্বর্ধনা পেয়েছিলো তারা। এই ফুটবল তারকারা দরিদ্র এবং পিছিয়ে পরা এলাকা থেকে সমাজের নানা গঞ্জনা সহ্য করে, পরিবারের বাধা উপেক্ষা করে, ধমীর্য় নেতাদের রক্ত চক্ষু উপেক্ষা করে, দিনের পর দিন কঠোর পরিশ্রম করে নানান টুর্নামেন্টে খেলে নিজের স্কুল বা এলাকা ও দেশের জন্য সম্মান বয়ে আনছে। অথচ টাকা বরাদ্দ না পাওয়ায় তারা অলিম্পিক বাছাই পর্বে খেলতে মায়ানমার যেতে পারে নি। নারীরা যে রাষ্ট্রীয়ভাবেও বৈষম্যের শিকার এটা তারই জ্বলন্ত প্রমাণ।’

নেতৃবৃন্দ আরো বলেন,‘অন্ধতা, কুসংস্কার আর ধমীর্য় গোঁড়ামীকে পুঁজি করে সরকার নারীর চলার পথে বাধা তৈরী করছে। তাই আমরা দেখি যারা অপরাধ করে তারা পার পেয়ে যায়। আর নিরপরাধী মানুষের অপার সম্ভবনা অন্ধকারে মিলিয়ে যায়। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

নেতৃবৃন্দ সকল প্রকার নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার মধ্য দিয়ে সমঅধিকার সমমর্যাদা প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।