Home শিক্ষা ও ক্যাম্পাস পানিতে ডুবে বশেমুরবিপ্রবি দুই শিক্ষার্থীর মৃত্যুতে আন্দোলনে শিক্ষার্থীরা

পানিতে ডুবে বশেমুরবিপ্রবি দুই শিক্ষার্থীর মৃত্যুতে আন্দোলনে শিক্ষার্থীরা

122

মো মোস্তাফিজুর রহমান,বশেমুরবিপ্রবি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থী মৃত্যুতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

বুধবার (২ আগস্ট) দুপুর ১ টার দিকে এ মৃত্যুর ঘটনায় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা ৭ দফা দাবিতে প্রশাসনিক ভবনে আন্দোলন করছে। দাবি না মানা পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের ৭ দফা দাবিদাওয়া সমূহ হল:
১. মেডিকেল অফিসের সমস্ত কর্মকর্তা, কর্মচারী এবং ডাক্তারকে আগামীকালের মধ্যে বহিষ্কার করতে হবে। ২. নতুন অভিজ্ঞ ডাক্তার এবং নার্স নিয়োগ, এবং তাদের ২৪ ঘন্টার মধ্যে সেবা প্রদানের ব্যবস্থা করতে হবে। ৩. আগামী ১৫ দিনের মধ্যে সিসিইউ অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করতে হবে।৪. এক্সপার্ট ড্রাইভার সহ অ্যাম্বুলেন্স এবং একক ফোন নম্বর থাকতে হবে। ৫. ঔষুধ, মেডিকেল সামগ্রী এবং মেডিকেল সেন্টার ১০ শয্যায় উন্নতিকরণ করতে হবে। ৬. রিতু এবং হিয়ার স্মৃতিস্তদ্ধ তৈরি করতে হবে। ৭. পা লেপাড় সংস্করণ (রেলিং, তলদেশ ভরাট, সিঁড়ি, সাইনবোর্ড) -নিশ্চিত করতে হবে।

উল্লেখ, গতকাল (১ আগস্ট) লেকের পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষার্থী মোবাশ্বেরা তানজুম হিয়া এবং তাসপিয়া জাহান ঋতুর মৃত্যুবরণ করেন।