Home সারাদেশ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ লাখ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১ লাখ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

25

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জলবায়ূ রক্ষায় ও সবুজ বনায়ন গড়ে তুলতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরে এক লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এর আগে আশুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে গাছের চারা বিতরন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, নারী ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন।

অনুষ্ঠান শেষে আশুগঞ্জ উপজেলার কলেজ, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়সহ ২৮টি প্রতিষ্ঠানে ৩০ হাজার এবং ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ হাজার বিভিন্ন জাতের ঔষধি, ফলজ, বনজ ও ফুল গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া সকল ইউনিয়ন পরিষদ, আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী ও সকল পর্যায়ের সরকারি দপ্তরসমূহে বাকি ৪৫ হাজার চারা বিতরণ করা হয়। চারাগুলো মধ্যে তাল গাছের ৮ হাজার চারা রয়েছে।
সরজমিন দেখা যায় উপজেলা পরিষদের মাঠে বৃহৎ জায়গাজুড়ে সারি সারি করে রাখা আছে তাল গাছ, অর্জুন গাছ, হরিতকী, আমলকী, বড়ই, বিভিন্ন ধরণের ফুল গাছসহ নানা জাতের ভেষজ, বনজ ও ফলজ গাছের চারা। চারিদিকে যেন সবুজের সমাহার। ওই স্থানে বৃক্ষপ্রেমীদের আনাগোনায় এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থী ও বৃক্ষপ্রেমীদের সাথে কথা হলে তারা জানান, জীবন বাঁচাতে অক্সিজেনের কোন বিকল্প নেই। আর অক্সিজেনের একমাত্র উৎস হলো গাছ। তাই আমাদের উচিত বেশী করে গাছ লাগানো। বিশেষ করে জলবায়ূ রক্ষায় এবং চলমান তাপদাহ থেকে রক্ষায় বৃক্ষরোপন ছাড়া আর কোন উপায় নেই। তবে যে গাছগুলো বিতরণ করা হয়েছে তার যেন সুষ্ঠুভাবে বেড়ে উঠা নিশ্চিত করা হয় সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের কাছে জোর দাবি রাখেন তারা। সে সাথে যেহেতু এই কর্মসূচীতে শিক্ষার্থীদের রাখা হয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের বিদ্যালয়ের পাশাপাশি তাদের বাড়িতেও বৃক্ষ রোপণের উপর আলাদা ১০/২০ নম্বর দেয়ার বিষয়টি বিবেচনায় রাখার দাবী তাদের।
উপজেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর ২৫ দফা দিক-নির্দেশনা সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, রূপকল্প ৪১ বাস্তবাডনে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে কেবল বৃক্ষের চারা রোপন করেই কর্মসূচি সফল হয়েছে বলে মনে করা যাবে না। বিতরনকৃত চারা যাতে সুষ্ঠুভাবে রোপনের পর এগুলো সঠিকভাবে পরিচর্যা করা হয় সে বিষয়েও নজরদারি থাকবে।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, প্রধানমন্ত্রীর ২৫ দফা দিক-নির্দেশনা অনুসারে কর্মপরিকল্পনা করে উপজেলা ভিত্তিক সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধিসহ সকলের সমন্বয়ে সেই আলোকেই এগিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আশুগঞ্জে ১ লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে। যার মধ্যে ৮ হাজার তাল গাছের চারা রয়েছে। এই গাছগুলো সঠিক পরিচর্যায় বেড়ে উঠলে জেলা বজ্রপাতে মৃত্যুর হার অনেকাংশে কমে আসবে বলে মনে কির। তিনি বলেন, পর্যায়ক্রমে দ্রুত জেলার ৯টি উপজেলাতেই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। যাতে ব্রাহ্মণবাড়িয়া বৃক্ষের জেলা হিসেবে পরিচিতি পায়।