ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় নির্বচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রধানমনন্ত্রী শেখ হাসিনা সরকারের মধ্যে উত্তেজনার মাঝে চট্টগ্রাম বন্দরে এসছে রুশ যুদ্ধ জাহাজ।৫০ বছর আগে ১৯৭২ সালে মাইন অপসারণ অভিযান পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দরে এসেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নৌবহন।খবর আমাদের সময় ডট কম
চট্টগ্রামে রাশিয়ার অনারারি কনসাল আশিক ইমরান জানিয়েছেন, রুশ নাবিকরা আবারও চট্টগ্রাম বন্দরে এসেছেন।তবে এবার তারা কোন অপারেশনে নয়, প্রীতি সফরে এসেছেন।এটি প্রমাণ করে যে দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বর্তমানে খুব উচ্চ পর্যায়ে রয়েছে।
বার্তা সংস্থা তাস জানিয়েছে, প্যাসিফিক ফ্লিট নামে এই নৌবহরে অ্যাডমিরাল ট্রাইবাটস ও অ্যাডমিরাল প্যান্টেলেভ নামে দুটি সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ ও পেচেঙ্গা নামে একটি ট্যাঙ্কার জাহাজ রয়েছে।