Home জাতীয় বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গীতাঞ্জলি’র আয়োজনে “বিজয় উল্লাস”

বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গীতাঞ্জলি’র আয়োজনে “বিজয় উল্লাস”

76

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের গৌরবময় বিজয়ের ৫২ বছর উপলক্ষে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা কেন্দ্র গীতাঞ্জলি একাডেমি অব ফাইন আর্টস্ উত্তরাস্হ বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গত ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটা থেকে রাত ৯ টা পর্যন্ত আয়োজন করে বর্ণাঢ্য সংস্কৃতিক অনুষ্ঠান , আলোচনা, নাটক ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী।

সাংস্কৃতিক পর্বে গীতাঞ্জলি’র শিশু শিল্পীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে।

নাট্যদল থিয়েটার অঙ্গন গণজাগরণের নাটক” রূপান্তর ” মঞ্চস্হ করে।
যার রচনায় ছিলেন আসাদুজ্জামান বাপ্পি ও নির্দেশনায় ছিলেন প্রবীর দত্ত।

সংগীত দল সুরের পাখির শিল্পীরা পরিবেশন করেন মুক্তিযুদ্ধের সময়কালের গান সমূহ।

এছাড়াও উত্তরা জনপদের বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনা আহকাম উল্লাহর প্রযোজনায় রওনক হাসান রচনা ও পরিচালনায় আমার দেশ- সম্প্রীতির বাংলাদেশ ” প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শীত হয়।

আলোচনা পর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার জনাব বিপ্লব কুমার সরকার ও বঙ্গবন্ধু মুক্তমঞ্চের উদ্যোক্তা সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মাহবুব আমিন মিঠু বক্তব্য প্রদান করেন।