Home জাতীয় কাল দুপুর পর্যন্ত নৌযান যাত্রীবাহী চলবে

কাল দুপুর পর্যন্ত নৌযান যাত্রীবাহী চলবে

34

ডেস্ক রিপোর্টঃ দেশব্যাপী কঠোর লকডাউনের মধ্যে শিল্প কারখানা খুলে দেয়ায় শ্রমিকদের কর্মস্থলে ফিরতে আগামীকাল দুপুর পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে। তবে তা সীমিত আকারে এবং স্বাস্থ্য বিধি মেনে । বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

তিনি আরও জানান, যাত্রীদের চাপের কারণে তা আগামীকাল দুপুর পর্যনÍ চলতে পারে। সবই নির্ভর করছে যাত্রী সাধারণের প্রয়োজনীয়তার উপর।
সরকার ১ আগস্ট থেকে গার্মেন্টস শিল্প খুলে দেয়ার পর রাজধানীমুখী মানুষের চাপ বাড়ায় শনিবার থেকে সীমিত আকারে লঞ্চ চলাচল শুরু হয়। আজ দুপুর পর্যন্ত চলার ঘোষণা থাকলেও যাত্রীদের চাপে তা আগামীকাল দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই সকাল ছয়টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন পরিচালনা করছে সরকার। লকডাউন সফল করতে অভ্যন্তরীণ নৌপথে সকল ধরণের যাত্রীবাহী নৌযান লঞ্চ/স্পিডবোট/ট্রলার/অন্যান্য) চলাচল বন্ধ রাখা হয়।